by নিজস্ব প্রতিবেদক
June 10, 2021 at 12:55 pm
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন
নতুন সেনা প্রধান হিসেবে এস এম শফিউদ্দিন আহমেদ কে জেনারেল আজিজ এর স্থানে স্থলাভিসিক্ত করা হয়েছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আগামী ২৪ জুন ২০২১ থেকে বাংলাদেশ সেনা বাহিনীতে জেনারেল পদে পদোন্নতি পূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন ২০১৮ অনুযায়ী ঐ দিন বিকেল থেকে ৩ বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরেট কমান্ডার জিওসি'র দায়িত্ত্ব থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল করে সেনা সদরে নিয়ে আসা হয়েছিল।
কে এই এস এম শফিউদ্দিন??
এস এম শফিউদ্দিন আহমেদ খুলনার এক মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন শুরু হয় ২৩ ডিসেম্বর ১৯৮৩ সাল থেকে। তিনি ১৯৮৩ সালে বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এ পদাতিক করে কমিশন লাভ করেন।এর আগে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন,বিএমএ তে ব্যাটালিয়ন কমান্ডার,একটি পদাতিক ব্রিগেড ও সেনা সদর প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক হিসেবে কিছু দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১২ সালে তিনি ১৯ পদাতিক ডিভিশনে জেনারেল অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
এসএম সফিউদ্দীন আহমেদ জাতিসংঘ মিশনেও অংশগ্রহণ করেছেন।তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এস এম শফিউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
******************************
Learn with English language:
Who is this new army chief SM Shafiuddin?
Defendant's voiceJune 10, 2021
Acting Chief of Army Staff Shafiuddin Ahmed has been appointed as the new Chief of Army Staff
by own reporter
June 10, 2021 at 12:55 pm
Lieutenant General SM Shafiuddin
SM Shafiuddin Ahmed has been appointed as the new Chief of Army Staff in place of General Aziz. A notification in this regard was issued by the Ministry of Defense on Thursday.
In the circular, the Chief of Defense Forces has been promoted to the rank of General in the Bangladesh Army from June 24, 2021 and has been given the responsibility as the Chief of the Bangladesh Army for 3 years from 6 pm to 3 years.
In December last year, he was promoted to the rank of Quartermaster General from the Army Training and Doctorate Commander GOC.
Who is this SM Shafiuddin ??
SM Shafiuddin Ahmed was born in a freedom fighter family in Khulna. His career started on 23 December 1983. He was commissioned on a BMA long-term course in 1983. Prior to that, he served as an Infantry Battalion, Battalion Commander in BMA, Director of an Infantry Brigade and Directorate of Army Headquarters Training. Besides, in 2012, he was appointed as a general officer in 19th Infantry Division.
SM Safiuddin Ahmed has also participated in UN missions. He has played a very important role in UN peacekeeping missions as Deputy Force Commander to the Central African Republic.
SM Shafiuddin Ahmed is currently serving as the Quarter Master General of the Bangladesh Army.
একটি মন্তব্য পোস্ট করুন