আজ আবারো পরীক্ষা পেছানোর দাবিতে রাস্তায় নামতে পারে এইচএসসি ২৩ ব্যাচ এর শিক্ষার্থীরা।

 গত কয়েকদিন ধরেই এইচ এস সি ২৩ ব্যাচ এর শিক্ষার্থীরা পরীক্ষা পেছানো কিংবা ২০২২ শিক্ষাবর্ষের মানবন্টনে অর্থাৎ প্রতি বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা নেওয়ার দাবিতে সারা দেশে আন্দোলন করে যাচ্ছে।



গত ৭ ও ৮ ই আগস্ট রাজধানীতে উক্ত দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।গতকাল তাদের চোখে না পড়লেও বিশিষ্ট সূত্রে জানা যায় আজ তারা সারা দেশের বিভাগীয় শহর গুলোতে দাবী না মেনে নেয়া অবধি প্রত্যেক শিক্ষা বোর্ড এর সামনে অবস্থান ধর্মঘট পালন করবে ।

এইচ এস সি ২৩ ব্যাচ এর শিক্ষার্থীরা মাত্র ১৫ মাস সময় পেয়েছে তাদের সিলেবাস শেষ করার জন্য যার জন্য তারা সিলেবাস শেষ করতে পারেনি বলে জানায় তারা।তাদের দাবি গত বছর ও একই সিলেবাস এ পরীক্ষা হয়েছে অথচ তাদের সময় ছিল আড়াই বছর আবার তাদের মানবন্টন এ আইসিটি বিষয় ছিল না এবং প্রতি বিষয়ে ৫০ নম্বর এর পরীক্ষা হয়েছে।শিক্ষার্থীরা অনুরূপ মানবন্টন এ ১৭ তারিখ পরীক্ষা দিতে চাচ্ছে অন্যথায় তারা আরো ২ মাস সময় দাবি করছে।

0/আপনার মতামত জানান