স্ট্যাম্পে লাথি দিয়ে আবারো নিষিদ্ধ সাকিব।

স্ট্যাম্পে লাথি দিয়ে বিতর্কিত সাকিব,নিষিদ্ধ ৩ ম্যাচ।

by ক্রীড়া প্রতিবেদক 

June 13, 2021 at 11:52


Cricket is a gentleman skill. কিন্তু এ কথাটি কতটা সত্য বাংলার সুপারস্টার সাকিব আল হাসানের ক্ষেত্রে??প্রশ্ন জাগছে জনমনে।

আবারো নিষিদ্ধ হলেন বাংলার মানুষের প্রাণ সাকিব আল হাসান।কীর্তিমান এ খেলোয়াড় যতটা তার কৃতিত্বের জন্য বিশ্ব জুড়ে যতটা প্রসংশিত ততোটাই সমালোচিত বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে।বাংলার এই বাঘ যতটা হিংস্র বেট আর বল হাতে ততোটাই হিংস্র ব্যাক্তিগত মেজাজে। ব্যাট বল হাতে খেলা কে নিয়ন্ত্রণ করতে পারলেও নিয়ন্ত্রণ করতে পারে না নিজের মেজাজ কে।




ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডান - আবাহনী ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা।শুক্রবার এই উন্মাদনা গড়ালো নেতি বাচক দিকে।মোহামেডানের দেওয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা আবাহনী ৯ রানেই হারায় ৩ উইকেট।সাকিবের নিজের দ্বিতীয় ওভার এবং দলীয় ৫ম ওভারের ৫ম বলটির সময় ওপাশে ব্যাট করছিল মুশফিকুর রহিম। বলটি মুশফিকের পায়ে লাগলে উইকেট এর আবেদন করেন মোহামেডান অধিনায়ক সাকিব।কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করেন আম্পায়ার ইমরান পারভেজ রিপন।এতে ক্ষুব্ধ হয়ে সাকিব স্ট্যাম্পে লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙ্গে ফেলেন।এই অবাক করা ঘটনার জন্য মাঠের কেউ ই তখন প্রস্তুত ছিলেন না।ব্যাপারটা এখানেই থেমে গেলে হয়তো এতো ঝামেলার মুখে পড়তে হতো না সাকিব কে। মাত্র ৫ বল ব্যাবধানে সাকিব আবারো হতভাগ করেন সকল কে। আম্পায়ার বৃষ্টির জন্য খেলা স্থগিত ঘোষণা করলে তা মেনে নিতে পারেন না এই অধিনায়ক।ক্ষুব্ধ হয়ে আম্পায়ার এর সামনে ৩টি স্টাম্প উপড়ে আছড়ে ফেলেন মাটিতে।বিশ্ব অল রাউন্ডার এর এ আচরণে অবাক হয়েছেন সকলে।তাছাড়া খেলা শেষে ড্রেসিং রুম এ যাওয়ার পথে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন সাকিবের ইঙ্গিতপূর্ণ আচরণে বাকবিতণ্ডায় জডিয়ে পড়েন সাকিবের সাথে এবং তেড়ে আসেন একে অপরের দিকে।তারপর সতীর্থরা এবং অন্যান্য কোচ দুজনকে দুদিকে নিয়ে যান।অন্যথায় আরও বড় কোনো ঝামেলা হতে পারতো।

শেষমেষ ৩১ রানে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে জয়ের ধারায় পৌঁছায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।কিন্তু বিতর্কিত সাকিব এর গায়ের কালিমা তো সহজে কাটার নয়।

সাকিবের এ আচরণে স্তম্ভিত দেশীয় ক্রীড়াঙ্গন।শুধু দেশীয় মিডিয়াতেই নয় শুরবারের এ ঘটনাটি সমালোচিত হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতেও।



বিশ্ব অলরাউন্ডার এর এই নেতিবাচক আচরণ এ তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বিসিবি ও সিসিডিএম।ঢাকা ক্লাব ক্রিকেট এর নিয়ন্ত্রণ সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন সিসিডিএম এর চেয়ারম্যান কাজী এনাম গত কাল বিশ্ব অলরাউন্ডার এর তিন ম্যাচ নিষিদ্ধ এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থাৎ আগামী ৩ ম্যাচ খেলতে পারবেন না দেশীয় - আন্তর্জাতিক  কোনো ম্যাচ।

বিশ্ব অলরাউন্ডার এর এ দুঃসময়ে কেউ পাশে না থাকলেও বরাবরের মতো পাশে আছেন সহধর্মিণী শিশির। স্ত্রী শিশির সাকিব এর এই সমালোচনার তৎক্ষণাৎ প্রতিবাদ জানিয়েছেন।

 সাকিব কে নায়ক থেকে খলনায়ক বানানোর কে অপচেষ্টা চলছে বলে ফেসবুক এ স্ট্যাটাস দেন সাকিব পত্নী শিশির।


          *********************************


Controversial Shakib kicked on stamp, banned 3 matches.


by Sports Reporter 


June 13, 2021 at 11:52




Cricket is a gentleman skill. But how true is this word in the case of Bengali superstar Shakib Al Hasan?


Shakib Al Hasan, the lifeblood of the people of Bengal, has been banned again. The legendary player is as much praised around the world for his achievements as he is criticized for various controversial activities. Even if he can control the game with the bat and ball, he cannot control his own mood.





Mohammedan-Abahani match in Dhaka Premier League means extra frenzy. On Friday, this frenzy turned into a net. Abahani lost 3 wickets for 9 runs after batting at the target of 146 runs given by Mohammedan. . Mohammedan captain Shakib appealed for the wicket when the ball hit Mushfiqur's leg. But his request was rejected by umpire Imran Parvez Ripon. Shakib got angry and kicked the stamp and broke the stamp. Maybe Shakib K should not have had to face so much trouble. With just 5 balls to spare, Shakib again defeated everyone. The captain can't accept the umpire's decision to postpone the game due to rain. He gets angry and throws 3 stumps in front of the umpire to the ground.


In the end, Mohammedan Sporting Club reached the winning streak by defeating their arch-rival Abahani by 31 runs. But the blackness of the controversial Shakib's body is not easy to cut.


The local stadium was stunned by Shakib's behavior. Not only the local media but also the international media has criticized the incident on Saturday.






The BCB and CCDM have taken action against the world all-rounder for his negative behavior. Kazi Enam, chairman of the Cricket Committee of Dhaka Metropolitan CCDM, the governing body of Dhaka Club Cricket, yesterday banned three matches of the world all-rounder and imposed a fine of Rs 5 lakh. In other words, you will not be able to play the next 3 matches in any domestic-international match.


Even though no one is by the side of the world all-rounder in this difficult time, his wife Shishir is by his side as always. Wife Shishir immediately protested Shakib's criticism.



 Shakib's wife Shishir posted a status on Facebook saying that they are trying to make Shakib a hero to a villain.




0/আপনার মতামত জানান