by নিজস্ব প্রতিবেদক
June 16 , 2021 at 8:22pm
হাজারো যুবকের আইডল ইসলামী চিন্তাবিদ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের নিখোঁজ হওয়া নিয়ে আজ দুপুরে প্রেস কনফারেন্স করেছেন তাঁর স্ত্রী। সাংবাদিকদের মাধ্যমে তিনি নিজ স্বামীকে অনতিবিলম্বে ফিরে পেতে সকলের সাহায্য কামনা করেছেন।
আবেগী ত কণ্ঠে তিনি বলেন,"আমার স্বামী অত্যন্ত নিরীহ একজন মানুষ।উনি কারো সাথে কখনো শত্রুতা করতে পারেন না।কোনো একটা ভুল বুঝা বুঝি হচ্ছে।উনি যদি কোনো ভুল করেও থাকেন আমি ক্ষমা চাচ্ছি তার জন্য তবু তাঁকে আমার কাছে ফিরিয়ে দিন।আমার কোনো কিছুই ভালো ভাবে চলছে না।আমি শারীরিক ভাবে অনেক উইক হয়ে পড়েছি।প্লিজ আমাকে তাঁর সন্ধান দিন।আমাকে সকলে সাহায্য করুন।"
তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, "হয় উনাকে আমার কাছে এনে দিন নয়তো আমাকেই উনার কাছে পৌঁছে দিন।আমি আর এভাবে বাঁচতে পারছি না। দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন।আপনারা চাইলে অনেক কিছুই অনেক সহজ ভাবে সম্ভব। আল্লাহর ওয়াস্তে উনাকে আমার কাছে ফিরিয়ে দিন। আল্লাহর ওয়াস্তে উনাকে ফিরিয়ে দিন। আমি আর কিচ্ছু চাইনা। আমাকে একটা সাউন্ড লাইফ লিড করতে দিন।"
তিনি মিনতি করে বলেন,"আপনারা দয়া করে এই নিউজটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিন।আমি আর কিছু চাই না।"
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি আবু ত্ব-হা র সর্বশেষ অবস্থান সম্পর্কে জানান,"উনার সাথে আমার সর্বশেষ কথা হয় ৩-৪ টার মধ্যে।আমি ফোন দিয়েছিলাম কি রান্না করবো সেটা জানতে। কিন্তু এ তে তিনি খুব রেগে যান এবং ত্ব- হা বলেন, ' আমি কেমন আছি সেটা না জানতে চেয়ে এসব আজেবাজে কথা শুরু করেছো।আমাকে দুইটা বাইক ফলো করছে।বুঝতে পারছি না করা?দোয়া করো আমার জন্য।' তার কিছুক্ষণ পর আর এক ফোন এ নিরাপদে আছেন বলে আশ্বস্ত করলে ও তারপর থেকে ফোন অফ হলে আর খুলে নি।১ ম সন্দেহ না হলেও পরে যখন তার সফর সঙ্গীদের ফোন ও অফ্ পাই তখন আমার মনে ভয় ঢুকে পড়ে।"
আর ও বলেন,"উনি প্রতিদিন ই কোথাও গেলে তার অবস্থান নিশ্চিত করে আমাকে ম্যাপ হোয়াটসঅ্যাপে পাঠান কোথায় আছেন সেটা জানাতে।সর্বশেষ যে ম্যাপটি পাঠিয়েছিলেন সেটি ২:৩৭ এ। তখন ১৮ মিনিট বাকি ছিল মিরপুর ইন করতে।তখন আমার একটু চোখ লেগে যায় কিন্তু যখন উঠি টাইম দেখে আমি চমকে যাই যে এখনো কেন আসলো না।"
এভাবে নিজ স্বামীরনিখোঁজ হওয়ার কথা নিশ্চিত করেন তিনি।তিনি সব জায়গায় এ ব্যাপারে চিঠি দিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার, রেব হেডকোয়ার্টার সব জায়গায় তিনি খোঁজ নিয়েছেন বলে জানান সাংবাদিকদের। সব জায়গাতেই তিনি চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রী বরাবর ও চিঠি দেওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি। পরিশেষে তিনি অশ্রুসিক্ত কন্ঠে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আবু ত্ব- হা মহম্মদ আদনান এর খুঁজ দিতে অনুরোধ করেন প্রশাসনিক কর্মকর্তাদের নিকট।
******************************
Abu Tb-har pleaded with tears in his eyes about his disappearance, which his wife said
Defendant's voiceJune 18, 2021
by own reporter
June 16, 2021 at 8:22 pm
His wife held a press conference this afternoon on the disappearance of Abu Twa-ha Mohammad Adnan, the idol of thousands of young people. Through journalists, she has sought everyone's help in getting her husband back immediately.
In an emotional voice, she said, "My husband is a very innocent man. He can never be hostile to anyone. There is a misunderstanding. If he has made a mistake, I apologize for it, but give him back to me. Nothing is going well. I'm physically very weak. Please let me find him. Everyone help me. "
He said emotionally, "Either bring him to me or take me to him. I can't live like this anymore. Please help me. If you want, many things are possible in a very easy way. For God's sake, bring him back to me." For God's sake, give him back. I don't want anything else. Let me lead a sound life. "
"Please convey this news to the Prime Minister. I don't want anything else," he pleaded.
In response to a reporter's question, he said about Abu Twa-ha's latest position, "My last conversation with him was in 3-4 o'clock. I called to find out what to cook. But he got very angry and Twa-ha said, "You have started talking nonsense without knowing how I am. Two bikes are following me. I don't understand. Pray for me." After a while, he assured me that he was safe on another phone and since then the phone has been switched off and he has not opened it. Although there is no doubt about it, I got scared when I got the phone of his traveling companions.
And he said, "Every day he goes somewhere to confirm his location and send me a map on WhatsApp to let me know where you are. The last map he sent was at 2:38. Then there were 16 minutes left to enter Mirpur. When I woke up, I was shocked why it hadn't come yet. "
In this way, she confirmed that her husband was missing. She has written letters about this everywhere. He told reporters that he had searched all the places like police headquarters and Reb headquarters. He has given letters everywhere. He also confirmed the letter to the Prime Minister. Finally, in a tearful voice, he asked the administrative officials to search for Abu Twa-ha Muhammad Adnan as soon as possible.
একটি মন্তব্য পোস্ট করুন