by নিজস্ব প্রতিবেদক
June 18, 2021 at 4 pm
আট দিন পর খুঁজে পাওয়া গেল ইসলামিক চিন্তাবিদ আবু ত্ব- হা মোহাম্মদ আদনান।
গত ১০ জুন নিখোঁজ হন আবু তহা মোহাম্মদ আদনান। আজ দুপুর ১২:৩০ এ বাড়িতে দেখা মেলে তার। নিকটে একটি তিনতলা বাড়িতে ঘরের কাজ করছিলেন তার প্রথম স্ত্রী আবিদা নূরের পিতা আজহারুল ইসলাম মন্ডল।এমন সময় তিনি আবু তহা কে আসতে দেখে অবাক হয়ে এগিয়ে যান।তার কাছে এতদিন কোথায় ছিলেন জানতে চাইলে আবু তহা হাতের ইশারায় পরে বলবেন বলে জানান। এ সময় তার গায়ে একটি আকাশী রঙের গেঞ্জি,পাজামাএবং মুখে মাস্ক ও মাথায় টুপি পরিহিত ছিলেন।ঘরে প্রবেশ করে পানি পান করে খানিক বিশ্রামের পর ভাত খেতে বসতে গেলে কোতোয়ালি থানা পুলিশ এসে উনাকে থানায় নিয়ে যান এবং পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন ডিবি কার্যালয় হস্তান্তর করেন।কোতোয়ালি থানা পুলিশ জানান এ ব্যাপারে আবু তহাকে জিজ্ঞাসাবাদ করা হবে।তারপর এ নিয়ে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।তবে এখনো বিস্তারিত কিছু জানা যায় নি এ ব্যাপারে।উনি কোথায় ছিলেন কেন ছিলেন সব প্রশ্নের উত্তর অতি শীগ্রই ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।ওদিকে তার সফর সঙ্গী ফিরুজ আলম ও ড্রাইভার আমিরের বাড়ি ফেরার খবর ও মিলেছে।তাদের কেও দিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন