by নিজস্ব প্রতিবেদক
June 19, 2021 at 10:05pm
মা-বাবা ও বোনকে বিষ পান করিয়ে হত্যা করেন গত রাতে তারপর সকালে ৯৯৯ এ ফোন দিয়ে নিজ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এমন কি দ্রুত পুলিশ না আসলে আর ও দু জন (স্বামী ও সন্তান) কে হত্যা করবেন বলে হুমকি দেন।
ঘটনা টি ঘটেছে রাজধানীর কদমতলী র মুরাদপুর এলাকায়।দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ লেগেই ছিল পরিবারটিতে।শুক্রবার সন্ধ্যায় বড় মেয়ে মেহেজাবিন নুর তার স্বামী সন্তান সাথে নিয়ে রাজধানীর কদমতলীর মুরাদপুরে র বাবার বাসায় আসেন।রাতে নিজ হাতে চা করে সকলকে খেতে দেন।চায়ের সাথে মিশিয়ে দেন ঘুমের ওষুধ। মাঝ রাতে সকলে যখন অচেতন ভাগ্যের নির্মম খেলা খেলেন অভিযুক্ত মেহেজাবিন নুর।নিজের জন্ম দাতা পিতা মাতা আর আদরের ছোট বোনটিকে নিজ হাতে শ্বাস রোধ করে হত্যা করেন মেহেজাবিন।বাদ যায় নি নিজ স্বামী সন্তান ও।গুরুতর জখম করেন তাদের।
সবচেয়ে অবাক করা কথা হলো সকালে নিজেই ফোন করেন ৯৯৯ এ। আর জানান ৩ জন কে হত্যা করেছেন তিনি আর ও দুজন বেচেঁ আছে যদি শীগ্রই পুলিশ না আসে তবে তাদের কেউ হত্যা করবে মেহজাবিন।
সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বাবা মা বোন এর তিনটি লাশ উদ্ধার করে পুলিশ।আর মেহজাবিনের স্বামী ও সন্তান কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় উন্নত চিকিৎসার জন্য।তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। আর মেহজাবিন কে আটক করেছে পুলিশ।
তবে এই সম্পূর্ণ বিষয়টির বিপরীত মতামত তার স্বজনদের।স্বজনরা জানান শালিকাকে নিজের করে পেতে ব্যার্থ হয়ে এই হত্যাকাণ্ড করেছে বড় মেয়ে মেহজাবিনের স্বামী শরিফুল ইসলাম এবং এর দায় নিজ কাদে নিতে বাধ্য করেছেন মেহজাবিনকে।তারা জানান দীর্ঘ দিন ধরে শালিকা কে বিয়ে করার কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বড় মেয়ের স্বামী শরিফুল ইসলাম।তার এ কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটিয়েছেন শরিফুল।এমনটাই মতামত স্বজনদের।তবে প্রকৃত সত্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন