বিকট শব্দে রাজধানীর মগবাজারে বিস্ফোরণ,নিহত ৭,আহত অর্ধশতাধিক,১৪টি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ

by নিজস্ব প্রতিবেদক

June 27, 2021






  সাড়ে সাতটা হঠাৎ বিকট শব্দে কেপে উঠলো ঢাকার মাটি।মগবাজারের ওয়্যারলেস এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা।উক্ত ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু এবং ২৮ জন আশঙ্কাজনক বলে জানা গেছে।


যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা টি ঘটে তার নাম রাখি ভবন বলে জানা গেছে।১৯৭৯ সালে স্থাপিত হয় ভবনটি। ৪২ বছরের পুরনো এই ভবনটির তৃতীয় তলা ধ্বসে পড়েছে।বাকি টা টিকে আছে আশঙ্কাজনক ভাবে।


ভবনের আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আশেপাশে মিলিয়ে ঘটনা কালীন প্রায় হাজার জন মানুষ উপস্থিত ছিলেন সেখানে।


ভবনটির দ্বিতীয় তলায় ছিল সিঙ্গার শো রুম।নিচ তলায় ছিল শর্মা হাউস এবং ভাতের হোটেল।কিন্তু সবই এখন নিশ্চিহ্ন।শুধু পরে আছে কিছু পুড়ে যাওয়া আসবাব।


বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়া গেছে হাতির ঝিল থেকে।বিস্ফোরণে উক্ত ভবন ছাড়াও আশেপাশের ১৪ টি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।বিস্ফোরণের বিকট শব্দে কেপে উঠে আশেপাশের সব ভবন।এমন কি বিস্ফোরণের আগুন লেগে যায় রাস্থার ধারের ট্রান্সমিটারে যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।এতে করে মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন।


রাস্তার পাশে থাকা বাসের সারিতেই ছিল কমপক্ষে ৩০০ যাত্রী।ঘটনার পরবর্তী সময়ে ঘটনা স্থলে পৌঁছলে এক হৃদয় বিদারক পরিবেশ চোখের সামনে ভেসে উঠে।





যমুনা টেলিভিশন এর এক সাংবাদিক সংবাদ প্রচারের কাজে গিয়ে ঘটনা স্থল থেকে বেশ কিছু টাকা, কিছু NID কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেন।ঘটনা দেখতে আশা উৎসুক জনতা টাকা নিয়ে চলে যেতে চাইলে উক্ত সাংবাদিক টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট থানা অফিসারের কাছে জমা দেন।টাকা গুলো ছিল রক্তরঞ্জিত।



এই ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ শেখ হাসিনা বার্ন ইউনিট ও ঢাকা মেডিকেল কলেজ এ ভর্তি আছে।


অগ্নিকাণ্ডের সূত্রপাত এসি বা গ্যাস থেকে হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।তবে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না বলেছেন ফায়ার সার্ভিস।কিন্তু উক্ত ঘটনায় কোনো চক্রান্তের অভ্যাস নেই বলে নিশ্চিত করেছেন মগবাজার থানা উপকমিশনার।


তবে ইতোমধ্যে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।









0/আপনার মতামত জানান