শিক্ষামন্ত্রীর পদত্যাগ !

সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে শিক্ষামন্ত্রণালয়ের টালবাহানায় ক্ষিপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাবি শিক্ষার্থীরা।

করোনা!!করোনা!!করোনা!!

চলছে শিল্পকারখানা,চলছে যানবাহন,চলছে কেনা বেচা থেমে নেই কিছুই, থেমে আছে শুধু আগামীর সোনালী ভবিষ্যৎ।দেশের সকল কার্যক্রম অব্যাহত থাকলেও দীর্ঘ ১৫ মাস যাবৎ বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীরাও ঘরে বসে।ঘরে বসে বললেও ভুল হবে।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এ না যেতে পারলেও পার্ক,রিসোর্ট গুলোতে কিন্তু কমছে না ভিড়।এরই মধ্যে ঝড়ে পড়েছে দেশের হাজার হাজার সোনালী ভবিষ্যৎ।বসে খাওয়া আর কত!!মা বাবার কর্ম জীবনে একটু সাথী হতে এখন তারাও ছুটছে শিল্পকারখানার পেছনে।অনেক পিতা মাতাও এখন হাল ছেড়ে দিয়েছে। যাই হোক এসব সুখ দুঃখে এখন জেগে উঠেছে বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থীরা।



দীর্ঘদিন মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা মেনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরেই থাকছিলেন শিক্ষার্থীরা।কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের

 এই  ঘরে থাকা নীতি আর ভালোভাবে নিচ্ছেনা শিক্ষার্থীরা। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিিয়ে আন্দোলনের ডাক দিয়েছেেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিনস্ত সাত কলেজ এর শিক্ষার্থীরা।তারা যেকোনো মূল্যে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছে।অন্যথায় রাজপথে নেমে রাজপথ অচল করে দেওয়ার হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। তাছাড়া তারা বর্তমান শিক্ষা ব্যাবস্থার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।



 এর আগে মাননীয় শিক্ষামন্ত্রী তার এক ভাষণে বলেন,"যদি করোনা শনাক্তের হার ৫% এ না নেমে আসে তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।" আর ও বলেছেন অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান না খোলার পক্ষে। মন্ত্রীর এসব মন্তব্যের তীব্র সমালোচনা করেন ঢাবি অন্তর্ভুক্ত এসব শিক্ষার্থীরা।এমন কি মাননীয় মন্ত্রীর বক্তব্যের নড়চড় এর জন্য ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা মাননীয় মন্ত্রীর শেচ্ছায় পদত্যাগ দাবি করেছেন। এমনকি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি শিক্ষার্থী দের।তারা আর ও দায়ী করেছে শিক্ষা মন্ত্রণালয় কে। আর ও দাবি করেছ দেশের হাজারো উজ্জ্বল নক্ষত্র কালো মেঘের অন্তরালে  হারিয়ে যাচ্ছে।শুধু মাত্র মানসিক বিকার গ্রস্থ হয়ে করোনা কালীন ঢাবির ১১ জন এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা।তারা আর ও জানতে চেয়েছে যখন আত্মহত্যার জরিপের এই অবস্থা??তখন কত জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন??
অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে তারা বড় কর্মসূচির ঘোষণা দিবে বলে হুঁশিয়ারি করেছেন।

0/আপনার মতামত জানান