সহজেই জিতে নিন I phone 12.একদম বিনামূল্যে।

 বিনে পয়সায় পাওয়া যাবে I phone 12.

শিরোনাম শোনে স্বাভাবিকভাবে অবাক হওয়ারই কথা। এ যেন মামা বাড়ির আবদার।কোনো রকম অর্থ ছাড়াই আপনি পাবেন বিশ্ব টালমাটাল করা কোম্পানির I phone 12 মডেল এর একটি ফোন।একটা I phone 12 এর অফিসিয়াল সেট কিনতে হলে এক জন বাংলাদেশি কে গুনতে হবে ১,৬১,৯৯৯ টাকা।সেই ফোন কি না আপনি পাচ্ছেন একদম বিনা মূল্যে।কি শোনে অবাক লাগছে না???



বলছি বিশ্বখ্যাত কোকাকোলা কোম্পানির নামে সাম্প্রতিক "কোকাকোলা কল্যাণ তহবিল" নামক রটিত গুজব এর কথা।কিছুদিন ধরে নেট দুনিয়ায় তোলপাড় শুরু করেছে একটি নিউজ।কোকাকোলা কোম্পানি নাকি তাদের কোম্পানির ২০ বছর পূর্তিতে সবাইকে I phone 12 দিচ্ছে।মেসেঞ্জার থেকে মেসেঞ্জার এ, গ্রুপ থেকে গ্রুপে দেওয়া হচ্ছে একটি লিঙ্ক। এভাবেই নিউজ টি ছড়িয়ে পড়েছে সব জায়গায়।কি  দয়ালু কোকাকোলা কোম্পানির মালিক!!তাই ভাবছেন অনেকে।আসলে বিষয়টা তা না। হ্যাঁ ঠিকই শুনছেন।

লিঙ্ক টিতে ক্লিক করলেই আপনাকে দেখাবে ৪ মিনিট সময়ে ৪ টি প্রশ্ন আনসার এর একটি ধারাবাহিকতা।প্রশ্ন গুলো আনসার করার পর আপনার সামনে ৯ টি বক্স দেখিয়ে পুরষ্কার জয়ের জন্য যেকোনো একটি বক্স এ ক্লিক করতে বলবে।প্রথম বক্স এ ক্লিক করলেন।" আহ্!!! ভুল বক্স এ ক্লিক করে ফেলেছেন।" এমনটাই বলা হবে।আপনি আশা হত হবেন না আর ও দুইটা সুযোগ দিবে আপনাকে কিন্তু দুই সুযোগের প্রয়োজন হবে না পরবর্তী এক ক্লিক এই আপনি পুরষ্কার পেয়ে যাবেন।উফ আপনি খুব আনন্দিত হয়ে যাবেন যে লটারি লেগে গেল।



কিন্তু অবাক করা কথা হলো এই একই প্রক্রিয়া প্রত্যেকের ক্ষেত্রেই ঘটে।সম্পূর্ণটাই একটা গুজব।বাস্তবতার সম্মুখীন হওয়া এক ভুক্তভুগী জানান ফেক নিউজ এ প্রলোভিত হয়ে প্রতারকের ফাঁদে পা দিয়ে কয়েকবার কল করেছেন ওই তহবিলে দেওয়া বিভিন্ন নম্বরে।প্রতিবারেই ভালো রকম টাকা কেটেছে কিন্তু কাজের কাজ হয় নি।এমন ই প্রতারণার স্বীকার আর ও অনেকে। মনে প্রশ্ন জাগতে পারে এটা যে গুজব তার প্রমাণ কি??

আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে প্রক্রিয়াটা যেই সাইট থেকে করা হচ্ছে সেটা কিন্তু আদো কোকা কোলা কোম্পানির কোনো সাইট নয়।নিচের ছবির মাধ্যমে আর ও স্পষ্ট হতে পারবেন এ ব্যাপারে..


কিন্তু এতে তাদের লাভ ই বা কি??

আপনাদের যদি ওয়েব সাইট সম্পর্কে ধারণা থাকে তবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন।এতে করে তাদের সাইট এর উন্নতি হচ্ছে।ভিউ বাড়ছে।এটুকু তে যদি থেমে যেত তাহলেও সমস্যা ছিল না।আপনারা কি লক্ষ্য করছেন তারা আপনার অনেক তথ্য কিন্তু তারা নিতে নিচ্ছে।এতে আপনার ব্যাক্তি জীবন ও হুমকির মুখে পড়তে পারে।কাজেই যেকোনো সংবাদ শোনে ই খুশিতে আত্ম হারা হয়ে,অর্থলোভী হয়ে প্রতারকের ফাঁদে পা দিবেন না।মনে রাখবেন আধুনিকতার বিশ্বে যতটা না উন্নয়ন ঘটছে তার বেশি অবনতি ঘটছে।উন্নয়ন টা আমাদের চোখে পড়ছে কিন্তু অনুন্নয়ন টা চোখে পড়ছে না।কাজেই আধুনিকতার স্রোতে গা ভাসানোর সময় অবশ্যই চোখ কান খোলা রাখবেন।

0/আপনার মতামত জানান