by নিজস্ব প্রতিবেদক
10 July, 2021
১১ ই জুলাই ২০২১ রবিবার দক্ষিণ আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ কে কেন্দ্র করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকার।ব্রাহ্মণবাড়িয়ায় মারাত্মক সংঘাতের জের ধরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ তারিখ বিট পুলিশের ১১৬ টি টিম মাঠে কাজ করবে। সারা দেশে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।যেকোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবেলায় কাজ করবে তারা। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ করা হয়েছে বড় পর্দায় খেলা দেখা।মাইকিং করে বারবার সহিংসতা মোকাবেলায় হুশিয়ারি দিচ্ছে পুলিশ।
নির্দিষ্ট সময় পরপর বাজানো হচ্ছে পুলিশ এর হর্ন। জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে প্রশাসন।
দীর্ঘ ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ একসাথে খেলছে চিরো প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
অন্য আরও অনেক দল থাকলেও ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের পরিমাণ টা অনেক।বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মাতামাতি হয় বেশ।আমাদের লাল সবুজের এই বাংলাদেশ ও তার বাহিরে নয়। কিন্তু অতিরিক্ত মাতামাতি যেন আর আনন্দ উল্লাসে থেমে থাকছে না।ব্রাজিল ও আর্জেন্টিনা সতীর্থরা নিজেদের জড়াচ্ছে মারাত্মক সংঘর্ষে।
ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ৯ ই জুলাই শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া দু দফা সংঘর্ষে আর্জেন্টিনার ৩ ও ব্রাজিলের এক সমর্থক গুরুতর আহত হয়। এ নিউজ মুহুর্তেই ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে।
লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় হওয়া সংঘাত এর নিউজ করেছে ।
ছবিটি দেখে মনে হবে রাজা মহারাজাদের আমলের কোনো সংঘাত কিন্তু না এটা আমাদের দেশে inর ব্রাহ্মণবাড়িয়ার কিছু অসুস্থ্য সমর্থকদের কর্মকাণ্ড।নির্দিষ্ট দলের অন্ধভক্ত হয়ে সংঘর্ষে জড়ান তারা।
বিশ্বের অন্যতম দুই সেরা ফুটবল টিম হলো ব্রাজিল-আর্জেন্টিনা।দু দল ই লাতিন আমেরিকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। সর্বশেষ আর্জেন্টিনা কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।এর আগে ব্রাজিল পারি কে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।দু দল ই এখন শিরোপা অর্জনের লক্ষ্যে মুখোমুখি হবে ১১ই জুলাই রবিবার সকল ৬:০০ টায়।
সুস্থ্য বিনোদন যদি অসুস্থ্য বিনোদনে রূপ নেয় তখন সেটা আর বিনোদন থাকে না সংঘর্ষে রূপ নেয়। প্রত্যেক মানুষ ই ব্যাক্তিগত ভাবে কোনো না কোনো দলকে সমর্থন করতে পারে কিন্তু সেই সমর্থন কে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘাত ছড়ানো নিতান্তই বোকামি ছাড়া কিছুই না।
একটি মন্তব্য পোস্ট করুন