by নিজস্ব প্রতিবেদক
July 11 , 2021
দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনার ঘরে একটি বড় শিরোপা।আর প্রথম বারের মতো আর্জেন্টিনাকে কোনো শিরোপা উপহার দিতে পারলো লিওনেল মেসি।দীর্ঘ ১৪ বছর পর চিরো প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়ে জয় ছিনিয়ে আনলো আর্জেন্টিনার মেসি।
ব্যাক্তিগত ট্রফি বা খ্যাতি কোনোটারই অভাব নেই LM 10 এর।বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এর তকমা ও আছে তার।নেই শুধু দেশের হয়ে কিছু অর্জনের স্বীকৃতি। বারবার সমালোচিত হয়েছেন দেশীয় শিরোপা অর্জন না করতে পারায়।অনেকে বলেছেন ক্লাবের হয়ে ভালো খেললেও দেশের খেলায় ভালো পারফরমেন্স দেখান না মেসি।এই সমালোচনার যোগ্য জবাব এবার তৈরি করতে পেরেছে LM 10.
লিওনেল মেসিকে দেশের এই শ্রেষ্ঠত্ব অর্জনে সহযোগিতা করেছে তরুণ খেলোয়াড় সকলের প্রিয় ১১ নম্বর জার্সি পরোহিত ডি মারিয়া। নিশ্চয়ই এর জন্য মেসি আলাদা ভাবে ডি মারিয়ার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবে।
ডি মারিয়া ও আবারও প্রমাণ করলো দলের শ্রেষ্ঠত্বের লড়ায়ে সেও পিছিয়ে নেই। লিওনেল মেসির পর দলের শ্রেষ্ঠত্বের লড়ায়ে সেরায় আছে এই ১১ নম্বর জার্সির ডি মারিয়া।প্রথম ২২ মিনিটে সকল কে চমকে দিয়ে একাই বল নিয়ে গোলকিপার কে বকা বানিয়ে ঢুকিয়ে দিলেন প্রতিপক্ষের গোল পোস্টের ভিতর।সৃষ্টি করলেন এক নতুন ইতিহাস।আর্জেন্টিনা সমর্থক রা হয়তো এটা কখনোই ভুলতে পারবে না।
কারো অবদান ই কম নয়।গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ও বীরত্বের পরিচয় দিয়েছে বেশ কয়েকবার।বীরত্বের সাথে বেশ কয়েকটি বল ফিরিয়েছেন তিনি।
এক অনন্য ইতিহাস তৈরি করলো দীর্ঘ ২৮ বছর পর। ২৮ বছর পর দেশের ঘরে গেলো কোনো শিরোপা। কৃতিত্ব টা অবশ্যই LM 10 এর। চিরো প্রতিদ্বন্দ্বী নেইমারের ব্রাজিল কে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিলো নিজ ঘরে।নেইমার তো মধ্য অবস্থানে আছে আর ও শিরোপা অর্জন করার সময় আছে তার।কিন্তু LM 10 তো কেরিয়ার শেষ করতে যাচ্ছে।তাই সকলেই মনে মনে চাচ্ছিল লিওনেল মেসি যেন একটি শিরোপা নিতে পারে নিজ ঘরে। সমালোচনার তকমা যেন কেটে যায়।এবার সকলের দোয়া যেন কবুল হলো।
LM 10 এর পরবর্তী লক্ষ্য অবশ্যই আগামী ব কাতার বিশ্বকাপ। লিওনেল মেসি অবশ্যই তার কেরিয়ার টা একটা ওয়ার্ল্ড কাপ নিজ দেশ কে উপহার দিয়েই শেষ করতে চায়।তাহলে হয়তো ব্যাক্তি জীবনের পাশাপাশি জাতীয় জীবন ও সাফল্যে কাটবে LM 10 এর।
একটি মন্তব্য পোস্ট করুন