ভারতে দুই বিজেপি নেতার মহানবী সাঃ কে নিয়ে বীরুপ মন্তব্যে উত্তপ্ত বিশ্ব।
ইসলামের নবী মুহাম্মদ সা: কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা বীরূপ মন্তব্য করেন এবং একই সুরে তাল মিলিয়ে বিজেপির অপর এক নেতা নাভীন কুমার জিন্দাল টুইট করলে বিশ্ব ব্যাপী তীব্র প্রতিবাদের ঝড় উঠে।বিশ্বের ১৫ টি ক্ষমতাসীন মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে এই কটুক্তির প্রতিবাদ জানিয়েছে এবং ভারতীয় পন্য বয়কটের ডাক দিয়েছে।শুধু তাই নয়,অনতিবিলম্বে ভারত সরকার বিশ্বাসীর কাছে এই অপরাধের জন্য ক্ষমা না চাইলে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুমকিও দিয়েছে।
ভারত সরকার এই মন্তব্য কে ঐ দুই নেতার ব্যাক্তিগত অভিমত বলে দাবি করেছে।কিন্তু আরব বিশ্বের দেশ গুলো এ কথায় আশ্বস্ত হন নি,কেননা নূপুর শর্মা বিজেপির একজন কেন্দ্রীয় নেত্রী ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তাল বিশ্ব।বাংলাদেশ রাষ্ট্রীয় ভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত না দিলেও সরা দেশের মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছে।দেশের বিভিন্ন স্থানে বীক্ষুভ মিছিল করেছে ধর্ম প্রাণ মুসলিম রা। শুধু মসজিদ মাদ্রাসা নয়, প্রতিবাদে দেখা গেছে দেশের বিভিন্ন স্থানের স্কুল কলেজ,বিশ্ববিদ্যালয় সহ অর্বস্থরের মানুষের উপস্থিতি।
বৃহষ্পতিবার নটরডেম কলেজ ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে।
শুক্রবার বাদ জুমা সারা দেশের বিভিন্ন স্থানে ভারতীয় আগ্রাসন বিরোধী মিছিল হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন