এক মায়ের আহাজারি আর বুক ফাটা আর্তনাদ...
ময়মনসিংহ সদরের ভুগলি নয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আকরাম হোসেনের ছোট ছেলে আকাশের সঙ্গে বর্তমান ইউপি সদস্য জিয়ারুল হকের ছোট মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।
ঘটনার আগে বুধবার রাত ৮ টার দিকে বর্তমান ইউপি সদস্যের মেয়ে আকাশ কে ফোন করে নিজ বাড়ির পেছনে ডেকে নেয়।সেই থেকে নিখুঁজ আকাশ।
কোথাও তার হদিস মিলছিল না।পরবর্তীটি পুলিশ কে জানালে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে।গুপন তথ্যের ভিত্তিতে শক্রবার অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য জিয়ারুল হকের বাড়িতে তল্লাশির উদ্দেশ্যে যায় পুলিশ।এরপর জিয়ারুল হকের বাড়ির পিছনে মাটি খুঁড়ে আকাশের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
প্রতক্ষ্যদর্শীরা জানান নিহত আকাশের চোখ উপড়ে ফেলা হয়েছে এবং হাত ভেঙ্গে দেওয়া হয়েছে । নির্মম এ হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেছে এলাকাবাসী। কেউ ই একজন ইউপি সদস্যের এমন নির্লজ্জ ঘটনা মেনে নিতে পারে নি।
ঘটনার পর থেকে পলাতক আছে এই ইউপি সদস্য জিয়ারুল হোক ও তার ছেলে মেয়েরা।তবে পুলিশ জিয়ারুল হকের স্ত্রী সহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
নিহত আকাশের এবার অষ্টধার বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল ।
আহা রে বুকটা ফাইট্টা গেলো আমার।🥺
উত্তরমুছুনআহা রে বুকটা ফাইট্টা গেলো আমার।🥺
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন