by নিজস্ব প্রতিবেদক
June 22, 2021 at 9:35 am
দখলদার ইসরাইলের অব্যাহত আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা।
সদ্য বিদায়ী ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু র শাসনামলে দখলদার বাহিনী পরপর দু বার বড় ধরনের হামলা চালায় মুসলমান দের পবিত্র ভূখণ্ড ফিলিস্তিনির উপর।তাছাড়াও বিভিন্ন সময় চালানো হয় বিচ্ছিন্ন বিমান হামলা।মিসাইল প্রেরণের মাধ্যমে বিদ্ধস্ত করে দেওয়া হয় গাজা উপত্যকা। শত আহাজারি আর আর্তনাদের কণ্ঠস্বরে কেপে উঠে ফিলিস্তিনি ভূখণ্ড।বিশ্বের সকল মানুষকে কাদিয়ে তুলে এই নির্মম অত্যাচার আর নিপীড়নের চিত্র।
তবে এই অত্যাচারী প্রধানমন্ত্রীর বিদায়ী ঘণ্টা বেজে গেছে। নিজ দেশেই দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ক্ষমতা চূত হন বেঞ্জামিন নেতানিয়াহু।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা দখল করেন বিরোধীদলীয় নেতা নাফতালি বেনেত। নতুন এই প্রধানমন্ত্রীর আগমনে ফিলিস্তিন বাসী সহ বিশ্বের অনেক দেশ প্রথমদিকে স্বস্তির নিঃশ্বাস ফেললেও মন্ত্রিসভায় দেওয়া প্রথম বক্তব্যেই সেই স্বস্তিকে অস্বস্তিতে পরিণত করেন এই নতুন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার প্রথম ভাষণেই ফিলিস্তিনি সহযোগী সংগঠন হামাস এর প্রতি হুমকি উচ্চারণ করেছেন।বলেছেন, "ইসরাইলী সীমান্তে কিংবা অভ্যন্তরে হামাসের যেকোনো হামলার তীব্র জবাব দেওয়া হবে।"
তিনি বলেন,"আমাদের অবস্থান পরিষ্কার।তবুও যদি হমাস ইসরাইলের অভ্যন্তরে কোনো হামলার চেষ্টা করে কিংবা সীমান্তে কোনো অরাজকতার সৃষ্টি করে তবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।"
হামাস কে নিরব থাকার হুমকি দিলেও নিজেদের নিরব থাকা অর্থাৎ ফিলিস্তিন হামলা থেকে নিজেদেরকে সরিয়ে নিতে রাজি নন তিনি।বরং তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকার ইঙ্গিত দেন এই নতুন প্রধানমন্ত্রী।
তবে নতুন প্রধানমন্ত্রী নাফতলি র এ বক্তব্যে চুপ করে থাকে নি হামাস। হামাস এর এক বৈঠকে এক শীর্ষ কমান্ডার সতর্ক করে বলেন ইসরাইলের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।খুব শিগগিরই আল আকসা মসজিদ ফিলিস্তিনিরা স্বাধীন করবে।
নাফতালি বেনেত এর ইঙ্গিত পূর্ণ আচরণে বুঝায় যাচ্ছে শীগ্রই আবারো কাদবে মুসলমানদের পবিত্র ভূখণ্ড ফিলিস্তিনের মাটি।তবে আশার আলো হিসেবে শেষ পর্যন্ত পাশে থাকবে হামসের মতো একটি মানবতার রক্ষক সংগঠন।তাই হয়তো ফিলিস্তিনিরা কিছুটা সাহস নিয়ে এখনো টিকে আছে।
পিরিয়ো রুফম বাই ছিন্তা করেন না
উত্তরমুছুনAllah sohayok hben inshallah
একটি মন্তব্য পোস্ট করুন